ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাসে আগুনের প্রতিবাদে আ. লীগ-স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ২২:৪৩, ১২ নভেম্বর ২০২০
বাসে আগুনের প্রতিবাদে আ. লীগ-স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ 

রাজধানীর বিভিন্নস্থানে ৭টি বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ‌্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে নেতারা বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল। এরা ২০১৩, ১৪, ১৫ ও ১৬ সালে সারাদেশে অগ্নিসংযোগ করেছে। যার জন্য বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ বিএনপির নাম শুনতে পারে না।’

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই তারা আবার আগুন সন্ত্রাস-ভাঙচুর শুরু করেছে মন্তব‌্য করে তিনি বলেন, ‘এটাই তাদের চরিত্র, এটাই তাদের রাজনীতি। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই৷’

সমাবেশে দক্ষিণের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, ‘বিএনপি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নীলনকশার অংশ হিসেবে একটা সন্ত্রাসীকে প্রার্থী করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপির এই নীলনকশা আমরা বাস্তবায়ন হতে দেবো না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজপথে বিএনপিকে সমুচিত জবাব দেবে।’

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, কাজী মোর্শেদ কামাল, মো. আখতার হোসেন প্রমুখ।

অন‌্যদিকে সন্ধ্যায় বঙ্গবন্ধু অ‌্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এ সময় দলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ এবং তার অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি বঙ্গবন্ধু স্টেডিয়াম, বায়তুল মোকাররম মসজিদ এবং জিরো পয়েন্ট হয়ে ফের পার্টি অফিসে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত-শিবিরের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বার্তা দেন।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘বিএনপি-জামায়াত-শিবিরের অগ্নিসন্ত্রাস মোকাবিলায় স্বেচ্ছাসেবক লীগ মাঠে সোচ্চার। তাদের প্রতিহত করতে আমরা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী মাঠে সজাগ আছি এবং থাকবো।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। উন্নয়ন-অগ্রগতি থামাতেই এমন নৃশংস কর্মকাণ্ডের সৃষ্টি করতে চাইছে বিএনপি-জামায়াত-শিবিরের এজেন্টরা।’

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, ‘আগের মতো আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে তারা। এসব আগুন সন্ত্রাসীদের মোকাবিলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী মাঠে অবস্থান করছে। তাদের ভাড়াটিয়া খুনিদের কঠোর হাতে মোকাবিলা করা হবে।’

ঢাকা/পারভেজ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়