ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হেফাজতে জামায়াত ভর করেছে: ওলামা লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:৫২, ১৭ নভেম্বর ২০২০
হেফাজতে জামায়াত ভর করেছে: ওলামা লীগ

হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের ধর্মীয় আদর্শ থেকে বিচ্যুত হয়ে মওদুদীবাদে বিশ্বাসী জামায়াত ইসলামী সংগঠনের আদর্শে পরিণত হয়েছে বলে দাবি করেছেন ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

মুফতী মাসুম বিল্লাহ বলেন, ‘হেফাজতে ইসলাম এখন স্বাধীনতাবিরোধী জামায়াতের ওপর ভর করে চলছে। এই সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে সরকার, দেশ, জাতিকে সতর্ক থাকতে হবে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘জামায়াত বহুকাল ধরেই কওমী মাদ্রাসাগুলোকে দখলে নেওয়ার একটি অপচেষ্টা চালাচ্ছে। কওমী মাদ্রাসার স্বার্থে আঘাত আনতে হেফাজতে ইসলামের কর্মসূচিতে জামায়াত শিবিরের নেতারা অংশ নিচ্ছেন। যা দেশ-জাতি, ইসলাম ও মুসলমানদের জন্য ক্ষতিকর।’

মাসুম বিল্লাহ বলেন, ‘হেফাজতে ইসলাম নামক অরাজনৈতিক সংগঠনটি তার লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। সংগঠনটিতে এখন পাকিস্তানের প্রেত্মাতা জামায়াত ভর করেছে। খোদ হেফাজতের নেতারাও এসব অভিযোগ করছেন। জামায়াত শুধু দেশের স্বাধীনতাবিরোধীই নয়, তারা পবিত্র ইসলাম ধর্মের বিরোধীও বটে।’

‘১৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা লীগসহ সমমনা ১৩ দলের ব্যানারের মানববন্ধন আয়োজনকারীদের সঙ্গে ওলামা লীগের মূল ধারার কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

বিবৃতিতে স্বাক্ষর করেন ওলামা লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, মুখপাত্র মাওলানা আসাদুজ্জামান, যুগ্ম আহবায়ক মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, মুফতী আব্দুল আলিম বিজয়নগরী, সূফী মাঞ্জুর আহমেদসহন আরও অনেকে। 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়