RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৪ ১৪২৭ ||  ১৩ জমাদিউস সানি ১৪৪২

আলেম মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি ওলামা লীগের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ২ ডিসেম্বর ২০২০  
আলেম মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি ওলামা লীগের

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আলেম-ওলামা, পীর- মাশায়েখদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

মহান মুক্তিযুদ্ধ দিবস উপলক্ষে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন সংগঠনটির নেতারা।

বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, মুক্তিযুদ্ধে আলেম সমাজের ভূমিকা উল্লেখযোগ্য। অনেক আলেম রণাঙ্গণে স্বাধীনতার জন্য সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করতে পিছপা হননি। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অনেক আলেম পাকিস্তানী জালেম হায়েনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে ভুল করেনি। অত্যন্ত পরিতাপের বিষয় হলেও পরম সত্য যে স্বাধীনতার প্রায় ৪৯ বছর পরও তারা তাদের ত্যাগের প্রাপ্য সম্মান পায়নি।

‘‘কতিপয় স্বাধীনতা বিরোধী জামাতী ছাড়া আলেম সমাজের এক বিশাল অংশ মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় অবস্থান নিয়েছিল। অনেকেই মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাবপ্রাপ্ত হয়েছে। জামায়াতিদের ধর্মব্যবসা ও স্বাধীনতাবিরোধী তাণ্ডবের কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আলেমরা বরাবরই রাষ্ট্রের কাছে অবহেলিত-উপেক্ষিত। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা আলেম-পীর-মাশায়েখদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির এই নেতা।

বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র ক্বারী মাওলানা আসাদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, মুফতী আলিম বিজয় নগরী, কাজী মাওলানা আবু মুসা ভূইয়া, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আতাউর রহমান আনসারী, মুফতী আবু সুফিয়ান নঈমী, মাওলানা আব্দুর রহিম, মুফতী ইলিয়াস হোসেন ও সুফী আব্দুল করিম প্রমুখ।

নঈমুদ্দীন/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়