ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশে মৌলবাদের কোনো জায়গা নেই: যুবলীগ চেয়ারম‌্যান

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:২৪, ৪ ডিসেম্বর ২০২০
বাংলাদেশে মৌলবাদের কোনো জায়গা নেই: যুবলীগ চেয়ারম‌্যান

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুবলীগের চেয়ারম‌্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে  মৌলবাদের কোনো জায়গায় নেই।’  

শুক্রবার (৪ ডিসেম্বর) যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম‌্যান বলেন, ‘যতদিন যুবলীগ আছে, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আছে, ততদিন মৌলবাদী নীতি বিস্তারের প্রশ্নই ওঠে না। এই দেশ সৃষ্টি হয়েছিল সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও জাতীয়তাবাদ নিয়ে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ত্যাগ স্বীকার করে যাচ্ছেন, যুবসমাজকে সেই আদর্শে এগিয়ে যেতে হবে। আমাদের যুবসমাজ প্রগতিশীল রাজনীতিকে ধারণ করবে, বহন করবে। আমাদের সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ নিয়েই সামনে নিয়ে যেতে হবে। ধর্মনিরপেক্ষতা আমাদের মূলনীতি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, অ‌্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, ব‌্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ তথ‌্য ও যোগাযোগ (আইটি) বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু প্রমুখ। 

ঢাকা/পারভেজ/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়