ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেখ মনির জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:০৭, ৪ ডিসেম্বর ২০২০
শেখ মনির জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুবলীগ।

জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার (৪ ডিসেম্বর) ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা। পরে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনিসহ সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় যুবলীগের চেয়ারম‌্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, অ‌্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, ব‌্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-তথ‌্য ও যোগাযোগ (আইটি) বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন যুবলীগ চেয়ারম‌্যান।

শেখ মনি’র জন্মদিন উপলক্ষ‌্যে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য তোফায়েল আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন।

সভায় সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

শেখ ফজলুল হক মনি’র জন্মদিন উপলক্ষ্যে ৫ ডিসেম্বর ফার্মগেট আনন্দ সিনেমা হল, উত্তরা রাজলক্ষ্মীর সামনে, মিরপুর-১০ গোল চত্বর এবং ভাটারা নতুন বাজার এলাকায় ও ভিক্টোরিয়া পার্ক, যাত্রাবাড়ী গোল চত্বর, আজিমপুর বাস স্ট্যান্ড, কমলাপুর রেল স্টেশন সংলগ্নে সর্বস্তরের জনগণের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করবে যুবলীগ।

ঢাকা/পারভেজ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়