ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরকারের প্রশ্রয়ে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: সাইফুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৪ ডিসেম্বর ২০২০  
সরকারের প্রশ্রয়ে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: সাইফুল

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘সরকারের দ্বিচারী ভূমিকা আর প্রশ্রয়ের কারণেই সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে আস্ফালন দেখাতে পারছে।’

শুক্রবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরে শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা গোলাম ইয়াজদানি খান মিনুর শোকসভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘দেশ পরিচালনায় বর্তমান সরকারের রাজনৈতিক ও নৈতিক শক্তি না থাকায় দেশে একটা আধানৈরাজ্যিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার দেশকে যেন নিয়তির ওপর ছেড়ে দিয়েছে। তাই এই সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। নিরাপদ নয় গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যত।’

তিনি আরও বলেন, ‘সরকার যেকোনোভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে সাপ ও ব্যাঙের মুখে চুমো দিচ্ছে। সরকারের এই দ্বিচারী ভূমিকা, মদদ ও প্রশ্রয়ের কারণেই আজ সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসান টিপুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—সিপিবির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসিরুদ্দীন আহমেদ মন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সহিদুল আলম নান্নু, রাশিদা বেগম প্রমুখ।

ঢাকা/এসআই/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়