Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১২ ১৪২৮ ||  ২০ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: নুর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৮ ডিসেম্বর ২০২০  
সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: নুর

ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেছেন, ক্ষমতা হারানোর ফোবিয়াতে আছে সরকার। তাদের প্রতি জনগণের যে সমর্থন ছিল সেটা এখন নেই। কাজেই তাদের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

নুর  বলেন, সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিজয়ের মাসে শ্রমিক, শিক্ষক, আইনজীবীদের ওপরে রাতের অন্ধকারে হামলা হয়, এটা আমাদের ৪৯ বছরের স্বাধীনতার জন্য লজ্জাজনক ঘটনা। সরকার আজ কারও কথা শুনতে চায় না। তারা আজ ক্ষমতা হারানোর ফোবিয়াতে ভুগছে। যখনই কেউ তাদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি দাওয়া সরকারের কাছে জানায়, রাজপথে আসে, তখনই সরকার ভাবে এই বুঝি তাদের গদি নড়বড়ে হলো। সেই আতঙ্ক থেকে তারা কারও কথা শোনে না। তারা দমন-পীড়ন করে মানুষের কণ্ঠকে দমন করতে চায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ন আহ্বায়ক ফারুক হাসান, তাজরীনের শ্রমিক আঞ্জু বেগম প্রমুখ।

সাইফুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়