ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ভ্যাকসিন বিষয়ে সরকারকে সহায়তা করতে জাপা প্রস্তুত’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৯:১৬, ২৪ ডিসেম্বর ২০২০
‘ভ্যাকসিন বিষয়ে সরকারকে সহায়তা করতে জাপা প্রস্তুত’

ভ্যাকসিন সংরক্ষণ, সরবরাহ ও বিতরণে সরকারকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। 

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

জিএম কাদের বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে কারা আগে ভ্যাকসিন পাবে এবং ভ্যাকসিন সংরক্ষণ, সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে দেশের মানুষ জানতে চায়। মন্ত্রণালয় থেকে বলা হয়, সব প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু দেখা যায় কাজের বেলায় সব কিছুই অগোছালো। দেশের মানুষ করোনা ভ্যাকসিনের ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে চায়। এ ব্যাপারে সরকারকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত আছে।’

বাজার যেভাবে ভেজালে সয়লাব, তাতে করোনা ভ্যাকসিনের ভেজাল হবে না তার নিশ্চয়তা নেই দাবি করে তিনি বলেন, ‘করোনার টিকায় যে ডিস্টিল ওয়াটার থাকবে না সে বিষয়ে জনসাধারণ উদ্বিগ্ন।’

এসময় বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন,‘ শুধু জাতীয় পার্টিই দেশ ও মানুষের কথা উচ্চস্বরে বলতে পারে। দেশ ও মানুষের সাথে জাতীয় পার্টি যে সম্পর্ক তা কখনোই নষ্ট হতে পারে না।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, অ‌্যাডভোকেট গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলহাজ শাব্বির আহমেদ, ইয়াহ ইয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মো. সাইফুদ্দিন খালেদসহ আরও অনেকে বক্তব‌্য রাখেন। 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়