ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মাশরাফিকে সদস‌্য রেখে আ.লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৩১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১০:৪৩, ১ জানুয়ারি ২০২১
মাশরাফিকে সদস‌্য রেখে আ.লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটি ঘোষণা

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সদস‌্য রেখে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১০৯ সদস‌্য বিশিষ্ট এ উপ-কমিটির অনুমোদন দেন।

উপ-কমিটিতে মাশরাফি ছাড়াও ছয়জন সংসদ সদস‌্য আছেন। তারা হলেন—সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, অ‌্যাডভোকেট আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান এবং মমতাজ বেগম। উপ-কমিটিতে চেয়ারম‌্যানের দায়িত্বে আছেন অধ‌্যাপক ড. খন্দকার বজলুল হক।

উপ-কমিটিতে মাশরাফি বিন মুর্তজাকে রাখার বিষয়ে উপ-কমিটির সদস‌্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় বিশ্বনেতাদের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু মোকাবিলায় তার নেতৃত্বে কাজ করছে বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটি। মাশরাফি বিন মুর্তজা আমাদের গর্ব, তরুণ সমাজের আইকন। পরিবেশ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।’ 

ঢাকা/পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়