ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কালো টাকা সাদা করায় দুর্নীতি বেড়েছে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১০ জানুয়ারি ২০২১  
কালো টাকা সাদা করায় দুর্নীতি বেড়েছে: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবির সাধারণ সম্পাদক ডা. এমএ সামাদ বলেছেন, কালো টাকা সাদা করার কারণে দেশে দুর্নীতি বেড়েছে।

রোববার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে কালো টাকা সাদা করার আইন বাতিলসহ দুর্নীতি ও অর্থপাচার বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

ডা. এমএ সামাদ বলেন, অবিলম্বে কালো টাকা সাদা করার আইন বাতিল, কালো টাকার মালিকদের গ্রেপ্তার এবং দুর্নীতি ও অর্থপাচার বন্ধের দাবি জানাচ্ছি।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাংগঠনিক সম্পাদক কমরেড বিন ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক, গণতান্ত্রিক কৃষক মঞ্চের সভাপতি কমরেড তালিবুল ইসলাম ও মাস্টার সিরাজুল ইসলাম।

সাইফুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়