ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইনশৃঙ্খা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৩ জানুয়ারি ২০২১  
আইনশৃঙ্খা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সরকার: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে  বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপির যেকোনো কর্মসূচিতেই সরকার আতঙ্কিত বোধ করছে। এজন্য  আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।’

বুধবার (১৩  জানুয়ারি) গণমাধ‌্যমে পাঠানো  এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতার দাপটে বিএনপিকে ঠেকাতে ও বিএনপির কর্মসূচি বানচাল করতে কর্মসূচি শুরুর প্রাক্কালে নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে। নিজেদের দুর্নীতির কাহিনি এখন সরকারি দলের নেতাদের মুখ থেকেই বের হচ্ছে। ফলে দেশব্যাপী গণধিক্কার উঠেছে। ফলে সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে দখল করা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রেখে আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদের চরম মাত্রায় এসে পৌঁছে গেছে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলগুলোকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা যেন বর্তমান আওয়ামী সরকারের রুটিনওয়ার্কে পরিণত হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য করার ধারাবাহিকতায় আজ জয়পুরহাটে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির আহ্বায়কসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।’

দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির অভাবে জনজীবন  যখন ত্রাহী ত্রাহী অবস্থা, সরকার তখন  বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘সরকারের এসব অপকর্ম ও অপশাসনের অবসান ঘটাতে জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণের  ক্ষমতা জনগণের নিকট ছেড়ে না দিলে অবৈধ সরকারের ক্ষমতার মসনদ যেকোনো মুহূর্তে ধসে পড়বে।’

এসময় তিনি জয়পুরহাট জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা  মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির দাবি  জানান।

ঢাকা/সাওন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়