ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাপা গণমানুষের কথা বলবে: বাবলু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১৫ জানুয়ারি ২০২১  
জাপা গণমানুষের কথা বলবে: বাবলু

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেছেন, ‘দেশের গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের রাজনীতিতে গোলাম মোহাম্মদ কাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে সব সময় গণমানুষের কথা বলবে জাতীয় পার্টি।’

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে গোলাম মোহাম্মদ কাদেরের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘দেশে ধর্ষণ, নারী-শিশু নির্যাতন বেড়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সবার আগে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকারও ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছে। কিন্তু ধর্ষণ কমেনি। আমরা চাই, আইনের শাসন নিশ্চিত হোক।’

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, অ‌্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া, নাজমা আক্তার এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, জহিরুল ইসলাম জহির, অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, ড. নূরুল আজহার শামীম, জহিরুল আলম রুবেল, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, ইকবাল হোসেন তাপস, মো. হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, হুমায়ন খান, আনোয়ার হোসেন তোতা, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার প্রমুখ অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

এর আগে সকাল থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় ওলামা পার্টির পক্ষ থেকে কোরআনখানির আয়োজন করা হয়।

এ সময় দলের কেন্দ্রীয় নেতা মাখন সরকার, মিজানুর রহমান মিজান, সুলতান মাহমুদ, আহাদ ইউ চৌধুরী শাহীন, বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভুইয়া, এসএম আল জুবায়ের, মিজানুর রহমান মিরু, খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, আ. সাত্তার গালিব, আখতার হোসেন দেওয়ান, এসএম সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, মো. শহিদ হোসেন সেন্টু, ডা. সেলিমা খান, বাসেত আলী টিপু, শেখ সারোয়ার, মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, হেলাল খান, মাওলানা খলিলুর রহমান ছিদ্দিকী, আজিজুল হুদা চৌধুরী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়