ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার সরকারের দমন-পীড়নের ধারাবাহিকতা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ১৬ জানুয়ারি ২০২১  
‘বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার সরকারের দমন-পীড়নের ধারাবাহিকতা’

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু (ফাইল ফটো)

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার সরকারের দমন-পীড়নের ধারাবাহিকতা। আওয়ামী লীগ সরকারের ঘৃণ‌্য আচরণ প্রমাণ করে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে।’

শনিবার (১৬ জানুয়ারি) এক নিন্দা ও প্রতিবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিবৃতিতে আরও বলেন, ‘ক্ষমতার দাপট এবং লোভ আওয়ামী লীগ সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে। রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়েছে, অন্যদিকে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গসংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার।’

নওগাঁর নজিপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে গতকাল নওগাঁ জেলা বিএনপির সদস্য খাজা নজিবুল্লাহ চৌধুরী, পত্নীতলা উপজেলা বিএনপির সদস্য নওশাদ হোসেন, নজিপুর পৌর বিএনপির সদস্য আব্দুল কাদের, আবুল হোসেন ও জাভেদ মিজানকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, ‘নওগাঁ জেলা ও পৌর বিএনপির নেতাদের গ্রেপ্তার জুলুম-নির্যাতনেরই অংশ। আমি খাজা নজিবুল্লাহ চৌধুরী, নওশাদ হোসেন, আব্দুল কাদের, আবুল হোসেন ও জাভেদ মিজানের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়