ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইসলামি সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মুফতি রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১৬ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৩৫, ১৬ জানুয়ারি ২০২১
ইসলামি সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মানুষের তৈরি প্রচলিত আইনের অসারতা এবং ইসলামি আইনের অনিবার্যতা দিন দিন প্রমাণিত হচ্ছে। তাই ইসলামি সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১৬ জানুয়ারি) পুরানা পল্টনে দলীয় কার্যালয় আইএবি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী আইনজীবী পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি  বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিশ্বব্যাপী ইসলামের প্রতি মানুষের চাহিদা বাড়ছে।  ইসলামের সঠিক দাওয়াতের অভাবে অনেক মানুষ বিপথগামী হচ্ছে। 

ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। 

আইনজীবী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল বাসেত, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, অ্যাডভোকেট শাহ নেওয়াজ ফকির, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া। 

সম্মেলনে অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমানকে সভাপতি, অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখকে সহ-সভাপতি, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদারকে সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়াকে যুগ্ম সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

শাহেদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়