ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শাসকগোষ্ঠীর ব্যর্থতায় জনগণের স্বপ্নভঙ্গ: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৩ জানুয়ারি ২০২১  
শাসকগোষ্ঠীর ব্যর্থতায় জনগণের স্বপ্নভঙ্গ: সাইফুল হক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, স্বাধীনতার ঘোষণায় বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচারের দিশায় বাংলাদেশ পরিচালিত হবে। কিন্তু এদেশের শাসকশ্রেণী আর শাসকগোষ্ঠীর ব্যর্থতায় জনগণের স্বপ্নভঙ্গ হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, শাসকশ্রেণী আর শাসক গোষ্ঠির ব্যর্থতায় গণতান্ত্রিক আশা-আকাঙ্খা প্রতারিত হয়েছে। বাংলাদেশকে আজ স্বাধীনতার ঘোষণার বিপরীতে ঠেলে দেওয়া হয়েছে। একদেশে দুই সমাজ দুই অর্থনীতি কায়েম হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করে দেশে কর্তৃত্ববাদী শাসন চালু করা হয়েছে।

মতবনিমিয় সভায় আরও বক্তব্য রাখেন পার্টির নেতা নঈম জাহাঙ্গীর, ইফতেখার আহমেদ বাবু, অধ্যাপক মাহমুদুর রহমান মাসুম, মহিউদ্দীন আহমেদ, হাসান ফখরী, আবদুল মালেক প্রমুখ।

শিহাবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়