ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাপা নেতা লিটনের মুক্তি দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৪ জানুয়ারি ২০২১  
জাপা নেতা লিটনের মুক্তি দাবি

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাজী মো. লিটনের মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জাতীয় যুব সংহতি।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনের নেতারা এ দাবি জানান।

তারা বলেন, জাতীয় পার্টির জনপ্রিয় নেতা হাজী লিটনকে রাজনৈতিকভাবে থামিয়ে দিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে মামলটি সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত।  আমরা অনতিবিলম্বে লিটনের মুক্তি চাই। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

দক্ষিণ জাতীয় যুব সংহতির সভাপতি দীন ইসলাম সভাপতিত্বে মানববন্ধনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গোলাম মোহম্মদ রাজু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন, দক্ষিণ জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান খসরু, কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান, বিপ্লব হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, জাতীয় যুব সংহতির সাবেক দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম রঞ্জন প্রমুখ বক্তব্য রাখেন। 

নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়