ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চসিক নির্বাচনে চূড়ান্ত তামাশা হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:১৩, ২৭ জানুয়ারি ২০২১
চসিক নির্বাচনে চূড়ান্ত তামাশা হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় চট্টগ্রামে প্রহসনের নির্বাচন হচ্ছে  বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।  তিনি বলেন,  ‘এই নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে। ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারেন, সেজন্য সব ধরনের মেকানিজম করা হয়েছে।’

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চট্টগ্রাম সিটি করপোরেশেন (চসিক) নির্বাচন নিয়ে অভিযোগ জানানোর পর সাংবাদিকদের সামনে রিজভী এসব কথা বলেন। 

রিজভী বলেন, ‘প্রশাসন ও দলীয় কর্মী মিলেমিশে একাকার হয়ে গেছে। ভোটের আগে দলীয় নেতা কর্মীদে গ্রেপ্তার করা হয়েছে।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘এজেন্টদের বের করে দেওয়া বা গ্রেপ্তারের ট্র‌্যাডিশন চলছে। আজ সকাল থেকে যে নির্বাচন শুরু হয়েছে, তার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ তিনি  বলেন, ‘এই নির্বাচন নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন।  প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র হত্যাকারী ঘাতক।’

রিজভী বলেন, ‘আমরা ভোটের ৩ ঘণ্টার সংক্ষিপ্ত চিত্র দিয়েছি। এটা নজিরবিহীন নির্বাচন। দিনের ভোট রাতে হয়।’ তিনি বলেন, ‘আজ দুজন মারা গেছেন, এটা সহিংসতার নির্বাচন।  সিটি নির্বাচন এলাকায় চরম সহিংস অবস্থা বিরাজ করছে।’ 

সিইসির উদ্দেশে রিজভী বলেন, ‘এদেশে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রকে হত্যাকারী ঘাতক হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। হুকুমের আসামি সরকার প্রধান।’

চট্টগ্রাম সিটি নির্বাচন ইস‌্যুতে নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগ জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুরে ইসি সচিবের সঙ্গে দেখা করে লিখিত আভিযোগ জানায়।

ঢাকা/হাসিবুল/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়