ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় পার্টি কোনো জোটেই নেই: জিএম কা‌দের

জ্যেষ্ঠ প্রতি‌বেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২১  
জাতীয় পার্টি কোনো জোটেই নেই: জিএম কা‌দের

জাতীয় পার্টি (জাপা) আওয়ামী লীগ বা বিএনপির বি-টিম নয় বলে মন্তব‌্য করেছেন দলটির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ  (জিএম) কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টি কোনো জোটে নেই, মহাজোটেও নেই।’

বৃহস্প‌তিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা‌দের সঙ্গে অনু‌ষ্ঠিত এক যৌথ সভায়  জিএম কাদের এসব কথা ব‌লেন।

জাপা চেয়ারম্যান ব‌লেন, ‘নির্বাচনের সময় কিছু আসনে আমা‌দের স‌ঙ্গে সমঝোতা হয়ে‌ছিল, ‌কিন্তু বেশিরভাগ আসনেই জাতীয় পার্টির প্রার্থীরা শেষ সময় পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করেছেন।’ তিনি বলেন, ‘জাপা নিজস্ব রাজনীতি নিয়ে মাঠে আছে। নিজস্ব স্বকীয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে আমরা প্রধান বিরোধী দলের ভূমিকায় কখনোই আপস করছি না। জাতীয় পার্টি কারও দয়া বা ভিক্ষার রাজনীতি করে না। কারও করুণা নয়, সম্মানের জন্য রাজনীতি করছে জাতীয় পার্টি।’ 

জিএম কা‌দের ব‌লেন, ‘জাতীয় পার্টি প্রতাপের সঙ্গে ৯ বছর দেশ পরিচালনা করেছে। দেশ পরিচালনায় সুশাসন ও উন্নয়নের গৌরবোজ্জ্বল ঐতিহ‌্য আছে জাতীয় পার্টির।’ তিনি বলেন, ‘১৯৯১ সালের পর থেকে দেশে সাংবিধানিকভাবেই একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে আনুষ্ঠানিকভাবেই দেশে বৈষম্য সৃষ্টি হয়েছে। যারাই সরকার গঠন করে, তারা আইনের ঊর্ধ্বে থেকে দুর্নীতি ও লুটপাটে জড়িত। উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে হাজার কোটি টাকা পাচার করছেন। পেশিশক্তি, কালোটাকা আর প্রশাসনকে কাজে লাগিয়ে কলুষিত করছেন নির্বাচন ব্যবস্থা।’ 

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহিলা পার্টির সভাপতি অ‌্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় ছাত্র সমাজ-এর সভাপতি মো, ইব্রাহিম খান জুয়েল, জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজাহার ইসলাম সরকার, জাতীয় হকার্স পার্টির সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম মিন্টু, পল্লীবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মুজিবুর রহমান, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, সরদার শাহজাহান, যুগ্ম মহাসচিব একেএম আশরাফুজ্জামান খান, যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আল-মামুন প্রমুখ।

রাই‌জিং‌বি‌ডি/নঈমুদ্দীন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়