ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা একত্রিত হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০২১  
বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা একত্রিত হয়েছে: রিজভী

বিএনপির জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

বিএনপির জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা সংকটকাল অতিক্রম করছি। তাই নানা শ্রেণি-পেশার মানুষ যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা সবাই একত্রিত হয়েছে।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী তাঁতি দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর এই সরকার নানাভাবে জুলুম-নির্যাতন করছে। বেগম খালেদা জিয়া বন্দি, তারপরও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সে কারণে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।’

এ সময় বিএনপি‘র চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মুজিবুর রহমান, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহমি, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়