ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগ নেতার মৃত্যু 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২ মার্চ ২০২১   আপডেট: ১৬:৩৫, ২ মার্চ ২০২১
চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগ নেতার মৃত্যু 

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখম ছাত্রলীগ নেতা ফারুক হোসেন মিরু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে তিনি মারা যান। এর আগে সোমবার (১ মার্চ) রাতে সাভারের পুরনো গোডাউন চত্বর এলাকায় দুর্বৃত্তরা তাকে হামলা করে।

মুঠোফোনে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, তাকে কারা হত্যা করেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।  তবে ফারুকের পরিবার এখনো অভিযোগ করেনি।  আলামত সংগ্রহ করা হয়েছে।  সেক্ষেত্রে আসামিরা সহসাই গ্রেপ্তার হবে।

পুলিশ ও ফারুকের স্বজনরা জানান, সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের সঙ্গে দেখা করে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন ফারুক।  উপজেলা চত্বর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়। পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

ফারুক মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়