ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপির কর্মসূচি নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের ব্যাখ্যা দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১৫ মার্চ ২০২১  
বিএনপির কর্মসূচি নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্যের ব্যাখ্যা দাবি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির কর্মসূচি বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলামের করা মন্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি (মনিরুল ইসলাম) বলেছেন, বিএনপির কর্মসূচি অ‌্যান্টিন্যাশনাল প্রোগ্রাম। এটা কেন বলেছেন, কীভাবে বলেছেন, সেটার একটা ব্যাখ্যা আমরা জানতে চাই।’

আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীতে রাজনৈতিক কর্মসূচি না করার বিষয়ে ডিএমপির নির্দেশনায় বিস্ময় প্রকাশ করেছেন মির্জা ফখরুল। তিনি অবিলম্বে এ নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের নির্দেশনা আমাদের বিস্মিত করেছে। কারণ, সরকারি প্রোগ্রামের সাথে আমাদের প্রোগ্রামের কোনো বিরোধ নেই। তারা তাদের প্রোগ্রাম করবে, আমরা আমাদের প্রোগ্রাম করব। রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান আয়োজনে যেন বাধা দেওয়া না হয়, সে অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি না, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপান করা কি অ‌্যান্টিন্যাশনাল প্রোগ্রাম? তারা (সরকার) ছাড়া আর কেউ করতে পারবে না, এটা কোন ধরনের চিন্তাভাবনা?’

১৭ থেকে ২৬ মার্চ রাষ্ট্রীয় কর্মসূচি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা তো অবশ্যই সরকারি প্রোগ্রাম হবে। বিদেশ থেকে রাষ্ট্রীয় মেহমানরা আসবেন। আমরা যথাসম্ভব সহযোগিতা করব। এটা আমাদের জাতির সম্মানের প্রশ্ন, মর্যাদার প্রশ্ন—আমরা অবশ্যই সেটাকে সেভাবে দেখব। কিন্তু হঠাৎ করে ডিএমপির এ ধরনের নির্দেশনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের যে উদ্দেশ্য, সেটাকে ব্যাহত করবে।’

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির উদ্যেোগে এ সংবাদ সম্মেলন করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির কর্মসূচি তুলে ধরেন কমিটির সদস্য সচিব আবদুল হাই শিকদার।

১৬ থেকে ৩০ মে উপজেলা ও থানা পর্যায়ে, ১ জুলাই থেকে ৩১ সেপ্টেম্বর জেলা পর্যায়ে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় পর্যায়ে এবং ২০২২ সালের ২৬ মার্চ জাতীয় পর্যায়ে কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচিতে থাকবে চিত্রাঙ্কন, স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা প্রভৃতি।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্য মজিবুর রহমান সারোয়ার, নজরুল ইসলাম মনজু, ফরিদা ইয়াসমীন, রিয়াজ উদ্দিন নসু, আরিফুর রহমান মোল্লা, শায়রুল কবির খান, শাহজাহান সম্রাট, রিটা আলী, মনিরুজ্জামান মনির, এনামুল হক জুয়েল, মিজানুর রহমান, রফিক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/সাওন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়