ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সুনামগঞ্জ যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২০ মার্চ ২০২১  
সুনামগঞ্জ যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল।

শনিবার (২০ মার্চ) সকালে ঢাকা থেকে প্রতিনিধি দল রওনা দিয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও আছেন বিএনপি নেতা গৌতম চক্রবর্তী, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী।

নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আমরা নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতেই সেখানে যাচ্ছি। আমাদের নেতার একটিই কথা, যেখানে নির্যাতন, সেখানেই নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি।’

উল্লেখ্য, গত ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক ধর্মীয় সমাবেশে হেফাজত ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী এবং মামুনুল হক বক্তব্য দেন। পরদিন মামুনুল হককে নিয়ে গ্রামের এক হিন্দু যুবক স্ট্যাটাস দিয়েছে-এই অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ করা হয়। পরে এ ঘটনার জেরে সেখানে হামলা করা হয়। 

ঢাকা/সাওন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়