ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘শাল্লা উপজেলায় যুবলীগের কোনো সাংগঠনিক কমিটি নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ২১ মার্চ ২০২১   আপডেট: ০৬:২৮, ২১ মার্চ ২০২১
‘শাল্লা উপজেলায় যুবলীগের কোনো সাংগঠনিক কমিটি নেই’

শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক হামলার ঘটনার সাথে শহিদুল ইসলাম স্বাধীন নামে যাকে ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে প্রচার করা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়েছে যুবলীগ।

শনিবার (২০ মার্চ) জেলা যুবলীগের আহ্বায়ক সভাপতি খায়রুল হুদা চপল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নোয়াগাঁও গ্রামে উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী কর্তৃক সংঘটিত ন্যাক্কারজনক ঘটনার সাথে শহিদুল ইসলাম স্বাধীন নামে জনৈক ব্যক্তিকে ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে কিছু কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপিত করা হয়েছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে ঐ ব্যক্তি যুবলীগের কোনো সাংগঠনিক ইউনিটের সাথে জড়িত ছিল না বা নহে। আমরা এই ধরণের সংবাদ পরিবেশনের জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

২০০৭ সালের পর থেকে দিরাই ও শাল্লা উপজেলায় যুবলীগের কোনো সাংগঠনিক কমিটি নেই জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যুবলীগ একটি আদর্শিক ও মানবিক এবং সুশৃঙ্খল সংগঠন। এভাবে মনগড়া সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জেলা যুবলীগ।

পারভেজ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়