ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খালেদা জিয়ার চিকিৎসা কোথায় হবে, জানে না বিএনপি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ০৭:৪২, ১২ এপ্রিল ২০২১
খালেদা জিয়ার চিকিৎসা কোথায় হবে, জানে না বিএনপি 

খালেদা জিয়া (ফাইল ছবি)

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পজিটিভের কথা বলা হলে বিএনপির কেউই তা জানেন না।  তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি সূত্র এই প্রতিবেদককে খালেদা জিয়ার করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছে।

যদি তার পজেটিভ হয়ে থাকে তাহলে বয়স ও অন্যান্য শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে। হাটু ব্যাথা, ডায়বেটিসসহ একাধিক শারীরিক সমস্যা বিবেচনায় কেমন হবে তার চিকিৎসা, কোথায় হবে, বাসাতে না কি হাসপাতালে?এই বিষয়ে  জানতে চাইলে বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘তিনি নেত্রীর করোনা বিষয়টি জানেন না। ডা. মামুন নিয়মিত চেকাপে যান। তিনি নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে বলতে পারবেন।’

যদি করোনা পজেটিভ হয়ে থাকে, তাহলে তার  চিকিৎসা বাসায়, না হাসপাতালে  হবে, এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, ‘যেহেতু পজেটিভ কি না, জানি না। তাই এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

করোনার রোগীদের চিকিৎসার ধরন সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ‘সব রোগী হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। যাদের শ্বাসকষ্ট দেখা দেয়, শারীরিক অবস্থা খারাপ থাকে, অক্সিজেনের মাত্রা কমে যায়, অক্সিজেন সাপোর্ট লাগে, এমন রোগীদের হাসপাতালে ভর্তি করতে হয়। অন্যদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’

খালেদা জিয়া করোনা পজেটিভ কি না, জানতে চাইলে ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন বলেন, ‘গতকাল নিয়মতি চেকআপের জন্যই খালেদা জিয়ার বাসায় গিয়েছিলাম। করোনার বিষয়টা আমি জানি না। আজ বিকালে তার বাসায় যাবো। সেখানে গেলে বিষয়টা জানা যাবে।’

যদিও শনিবার (১০ এপ্রিল) বিকেল থেকেই খালেদা জিয়ার করোনার নমুনা সংগ্রহ করার কথা শোনা যাচ্ছিল। শনিবারই ডা, মামুন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘নিয়মিত চেকাপ করা হয়েছে।’

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি বিষয়টি জানি না। খোঁজ নিয়ে জানাবো।’

ঢাকা/সাওন/এনই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়