ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২২, ১৩ এপ্রিল ২০২১  
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সোমবার (১২ এপ্রিল) রাজধানীর বনানী হাওয়া ভবন মাঠে গরীব ও অসহায় মানুষদের মাঝে KN95 মাস্ক, হেড কভার ও ২৫০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ ও সাবান বিতরণ করা হয়। বনানী থানা স্বেচ্ছাসেবক লীগের ব্যবস্থাপনায় এই উদ্যোগে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। আর সহযোগিতা করেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান ও ড. জমির উদ্দিন শিকদারের।

মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণের সময় নির্মল রঞ্জন গুহ বলেন, ‘সারা পৃথিবী জুড়ে করোনা মহামারিতে বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। তার নির্দেশে ভয়কে জয় করে করোনা মহামারির শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষের পাশে ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেবার ব্রত নিয়ে সাধারণ মানুষের পাশে আছে। এর মধ্যেও সাম্প্রদায়িক অপশক্তি হেফাজতে ইসলামের উগ্র সন্ত্রাসীদের অপতৎপরতা থেমে নেই। সকলকে সজাগ থাকতে হবে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

আফজালুর রহমান বাবু বলেন, ‘বৈশ্বিক করোনাভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার লকডাউন ঘোষণা করেছে। আর এই লকডাউনের শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মাইকিং, মাস্ক হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও কর্মহীন মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ অব্যাহত রেখেছে। করোনা রোগী ও লাশ বহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। করোনা রোগীর লাশ গোসল, জানাজা, দাফন ও সৎকার টিমগুলোকে সচল রাখা হয়েছে। মানবিক সেবা নিয়ে মানুষের পাশে থাকতে প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত স্বেচ্ছাসেবক লীগ।’

এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, মজিবুর রহমান স্বপন, ফারুক আমজাদ খান, কাজী মোয়াজ্জেম হোসেন, ড. জমির উদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, উপস্থিত ছিলেন গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, পানি সম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী, আলী আজগর, মো. ফয়সাল, কামাল হোসেন রাকিব, সদস্য মোতালেব হোসেন অপু, বনানী থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. মাসুদ ও সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ বনানী থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়