Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৮ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪২৮ ||  ০৫ শাওয়াল ১৪৪২

বাঁশখালীতে শ্রমিক ‘হত্যার’ বিচার বিভাগীয় তদন্ত দাবি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ১৯ এপ্রিল ২০২১  
বাঁশখালীতে শ্রমিক ‘হত্যার’ বিচার বিভাগীয় তদন্ত দাবি

বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার, বিচার বিভাগীয় তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন ১১টি প্রগতীশীল, গণতান্ত্রিক ছাত্রসংগঠনের ১৮ জন সাবেক ছাত্রনেতা।

সোমবার (১৯ এপ্রিল) যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর নির্বিচার গুলিতে ৫ জন শ্রমিক নিহত হয় এবং অসংখ্য শ্রমিক ও গ্রামবাসী আহত হয়।  এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

তারা বলেন, এর আগে ২০১৬ সালেও এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে মানুষ হত্যা করা হয়েছিল।  বাঁশখালীতে শ্রমিক নিহত হওয়ার দায় বিদ্যুৎকেন্দ্রের মালিক, রাষ্ট্র ও সরকারকে নিতে হবে।

বিবৃতিতে নেতারা নিহত শ্রমিকদের পরিবারকে আইএলও নির্দেশিত আজীবনে আয়ের সমপরিমাণ উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবি মেনে নেয়ার দাবি জানান। 

বিবৃতিদাতা ছাত্রনেতারা হলেন বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, সমাজতান্ত্রিক  ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি হাসান ইমাম রুবল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আবু নাসের অনিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুণ, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মনিরুদ্দিন পাপ্পু, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহমেদ খান, সমাজবাদী ছাত্র জোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাসুম উদ্দীন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাশিস সমাদ্দার শুভ, বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ)  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়