Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: চিকিৎসক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৩ মে ২০২১   আপডেট: ২০:০৭, ৩ মে ২০২১
খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: চিকিৎসক

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

সোমবার (৩ মে) রাত পৌনে ৮টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্বাসকষ্টের কারণে সিসিইউতে নেওয়া হয়েছে। ম্যাডাম কিছুটা শ্বাসকষ্ট অনুভব করছিলেন। পরে চিকিৎসকরা বিকালে তাকে সিসিইউতে স্থানান্তর করেছেন। তার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

পোস্ট কোভিড সমস্যার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে বলে জানান তিনি। 

গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। পরে সেখানে এক থেকে দুদিন রাখার কথা বলেছিলেন তার চিকিৎসকেরা। 

মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ