Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে পরিবারের আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৮, ৪ মে ২০২১  
খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে পরিবারের আবেদন

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র একটি এ তথ্য জানিয়েছে।

তবে বিষয়টি জানতে চাইলে প্রেস উইং কর্মকর্তারা বিষয়টি জানেন না বলে জানান। পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একটি সুত্র জানিয়েছে, আবেদন করা হলেও সরকারের পক্ষ থেকে সাড়া মিলছে না।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজেটিভ আসে। বাসায় বসেই চিকিৎসা চলছিল তাঁর। গত ২৭ এপ্রিল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনার কোনো উপসর্গ না থাকায় তাকে ননকোভিড জোনে ভর্তি করা হয়। সেখানে ৭২০৩ নম্বর কেবিনে ছিলেন। সোমবার (৩ মে) শ্বাসকষ্ট দেখা দিলে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

সাওন/আমিনুল

সর্বশেষ