ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজ সিদ্ধান্ত হচ্ছে না: আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ৬ মে ২০২১   আপডেট: ১৭:১৯, ৬ মে ২০২১
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজ সিদ্ধান্ত হচ্ছে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজ সিদ্ধান্ত হচ্ছে না। 

বৃহস্পতিবার (৬ মে) বিকালে এ কথা জানিয়েছেন তিনি।

আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুত জানিয়ে দেওয়া হবে।

এর আগে দুপুরে আনিসুল হক তার গুলশানের বাসায় সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে। জামিন আবেদনের শর্ত ৪০১ ধারা মেনে দেশে চিকিৎসা নিয়েছেন তিনি। মানবিক দিক বিবেচনা করে যাচাই-বাছাই করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি মানবিকভাবেই বিবেচনা করবে সরকার। 

খালেদার আবেদনে উল্লেখ নেই দেশ

দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর আবেদনে কোনো দেশের নাম উল্লেখ নেই।

খা‌লেদা‌কে বিদেশ নি‌য়ে যাওয়ার আইনি জটিলতা আছে কি-না জানতে চাইলে তি‌নি বলেন, ‘এটা মন্ত্রী ম‌হোদয় বলবেন, শামীম ইস্কান্দার বিদেশ নেওয়ার জন্য আবেদন করেছেন, এটা রিপোর্টে আছে।’ 

আইন সচিব বলেন, আমরা মতামত দিলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি (সংক্ষিপ্ত) আকারে প্রধানমন্ত্রীর কাছে যাবে।

নঈমুদ্দীন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়