ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সময়োপযোগী ও উন্নয়নবান্ধব বাজেট: আ.লীগ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৩ জুন ২০২১   আপডেট: ০০:১৪, ৪ জুন ২০২১
সময়োপযোগী ও উন্নয়নবান্ধব বাজেট: আ.লীগ

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী ও উন্নয়নবান্ধব বাজেট হিসেবে অভিহিত করেছে আওয়ামী লীগ। দলের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রান্তিক মানুষের জন্য সুযোগ-সুবিধা বাড়িয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে বলেও মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। বাজেটের এ অর্থ জোগান দিতে রাজস্ব আদায় এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেবে সরকার।

এবারের বাজেটের আকার গত অর্থবছরের তুলনায় ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি। ২০২০-২০২১ অর্থবছরে বাজেটের আকার ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবারের বাজেটকে উন্নয়নবান্ধব আখ্যায়িত করে বলেছেন, ‘জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে এ দেশের সব মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট প্রস্তাব করা হয়েছে।’

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লেফেটেনেন্ট কর্নেল ফারুক খান রাইজিংবিডিকে বলেছেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাধারণ জনগণের জন‌্য বাজেট প্রণয়ন করা হয়েছে। সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন খাতে ব্যয় ও বিভিন্ন ভাতা বাড়ানো হয়েছে।’

বাজেট বাস্তবায়নে তিনটি বড় চ্যালেঞ্জ আছে, উল্লেখ করে তিনি বলেন, ‘রাজস্ব আদায়ের যে লক্ষ‌্যমাত্রা দেখানো হয়েছে, তা অর্জনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নেবে। কিন্তু, এটা চ্যালেঞ্জিং হবে। কারণ, লকডাউনের কারণে অনেকের আয়-উপার্জনে সমস্যা হচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে, এই বাজেট বাস্তবায়ন। সেটাও একই কারণে। তিন-চারটি জেলায় লকডাউন, তারা তো আয় বা খরচ করতে পারবে না। সুতরাং বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে। তৃতীয়ত, করোনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। গত এক বছরে করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি বলেই বাজেটের সুফল আমরা পেয়েছি। সারা বিশ্ব আমাদের প্রশংসা করছে।’

সরকার যে বিনা পয়সায় দেশের মানুষকে টিকা দিচ্ছে, সেজন্য ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, একে স্বাগত জানাই। আশা করি, স্বাস্থ্য খাতের বরাদ্দ যথাযথভাবে ব্যবহার করা হবে এবং মানুষ সচেতন হবে, যাতে কোভিড থেকে আমরা মুক্তি পাই।’   

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এই বাজেট সময়োপযোগী ও জনকল্যাণমুখী। করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতিতে যখন মন্দা, সে মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী এ বাজেট দিয়েছেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, প্রতিবারই সব সমালোচনাকে মিথ্যা প্রমাণ করে আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেট বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল বাজেট বাস্তবায়নের হারই শতকরা ৯৫ এর ওপরে। 

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে এবং এসময় সরকারের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য জীবন ও জীবিকার সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়া। 

স্বাধীনতার ৫০ বছর পর আজকে বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে এবং অনেক ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে উল্লেখ করে ড. হাছান বলেন, '১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ৭০% বেশি ধনী ছিল আর এখন বাংলাদেশ তাদের চেয়ে ৪৫% বেশি ধনী। আর বাংলাদেশের মাথাপিছু আয় এখন ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলার। দুঃখের বিষয়, এই উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না।’

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়