ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উপ-নির্বাচন: দুই‌দি‌নে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন ফরম নি‌লেন ৪০ জন

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ৫ জুন ২০২১  
উপ-নির্বাচন: দুই‌দি‌নে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন ফরম নি‌লেন ৪০ জন

ঢাকা, সি‌লেট, কু‌মিল্লার তিন‌টি সংসদীয় আস‌নের উপ নির্বাচ‌নে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন ফরম বি‌ক্রির দ্বিতীয় দি‌নে দলটির ১৯ জন দলটির মনোনয়ন ফরম নি‌য়ে‌ছেন। 

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাযয়েম খান জানান, ঢাকা-১৪ আসনে ৫ জন, সিলেট-৩ আসনে ২ জন এবং কুমিল্লা ৫ আসনে ১২ জন ম‌নোনয়ন নি‌য়ে‌ছেন। 

এ নিয়ে গত দুই দিনে তিন‌টি সংসদীয় আসনে ৪০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন।

শ‌নিবার (৫ জুন) ঢাকা ১৪ আস‌নে ম‌নোনয়ন ফরম নি‌য়ে‌ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপ‌দেষ্টা প‌রিষ‌দের সা‌বেক সদস‌্য শাহজাহান দেওয়ান, মিরপুর থানা ছাত্রলীগের সা‌বেক সহ সভাপ‌তি মোঃ লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সা‌বেক নেতা খন্দকার শফিউল আজম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের গ্ম সাধারণ সম্পাদক মিনা মালেক।

সিলেট ৩ আসনের ম‌নোনয়ন ফরম নি‌য়ে‌ছেন সিলেট এম সি কলেজ ছাত্রলীগের সা‌বেক সভাপ‌তি সেলিম আহমেদ, সি‌লেট আওয়ামী লী‌গের প্রাথ‌মিক সদস‌্য আব্দুল  শহিদ। 

কুমিল্লা ৫ আসনে ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রে‌ছেন স্বেচ্ছাসেবক লীগের সদস‌্য জাহেদুল আলম, পেশা জীবী সমন্ময় পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী মানিক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, ব্রাহ্মনবা‌ড়িয়া আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহিদা  বেগম, বুড়িচং থানা আওয়ামী লীগের সভাপ‌তি আবুল হাসেম খান, সা‌বেক ছাত্রলীগ নেতা মো.জাহাঙ্গীর আলম সরকার, আওয়ামী লী‌গের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটি মো. শাহ জালাল, আওয়ামী লী‌গের 
তথ‌্য ও গবেষণা উপ-কমিটি`র সদস‌্য

আনিসুর রহমান, ব্রাহ্মণ পাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল বারী, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস‌্য এম এ মতিন এমবিএ, কুমিল্লা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমীন, ব্রাহ্মণ পাড়া আওয়ামী লীগের সদস‌্য এম  এ তাহের।

বুধবার (২ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদের এই তিন‌টি আসনে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরম নেয়ার আহ্বান জানায় আওয়ামী লীগ।

শুক্রবার (৪ জুন) থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থে‌কে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দি‌তে হ‌বে।

সংশ্লিষ্ট আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোন ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেন প্রক্রিয়া চলবে।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ১০ জুন বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই। 

নির্বাচন কমিশন সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, এই তিন আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৭ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ ১৪ জুলাই।

ঢাকা/ পার‌ভেজ/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়