ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ধীরে ধীরে হচ্ছে: চিকিৎসক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৬ জুন ২০২১   আপডেট: ১৫:৫১, ৬ জুন ২০২১
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ধীরে ধীরে হচ্ছে: চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পোস্ট কোভিড জটিলতার কারণে তার হার্ট, কিডনি এবং লিভার আক্রান্ত হয়েছে। এসব উপসর্গের চিকিৎসা চলছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসক।

রোববার (৬ জুন) খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।

এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে এক মাস পর কেবিনে স্থানান্তর করা হয়েছে। ওখানে রেখেই তার নিয়মিত চিকিৎসা চলছে। ফলে আরও কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়।  গত ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  গত ৩ মে শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল।  এরপর গত ৮ মে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।  এরপর থেকে তিনি এখনো কোভিড পরবর্তী জটিলতায় ভুগছেন।

মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়