ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবু ত্ব-হার খোঁজ চান মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১৭ জুন ২০২১  
আবু ত্ব-হার খোঁজ চান মির্জা ফখরুল

আবু ত্ব-হা মোহাম্মদ আদনান (ফাইল ফটো)

রহস্যজনকভাবে নিখোঁজ বিশিষ্ট ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সফরসঙ্গীর সন্ধান দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ জুন) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘নিখোঁজের ছয় দিন পার হলেও এখন পর্যন্ত তাদের সন্ধান বা অবস্থান জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।’

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান, তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ হন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আদনানের স্ত্রী-পরিবারসহ অন্যরা প্রধানমন্ত্রীর দপ্তর, পুলিশ-র‌্যাবের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত নেওয়া হয়নি। কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই উদ্বেগের ও রহস্যজনক। বর্তমান সরকারের আমলে গত ১২ বছরে ভিন্নমতাবলম্বী বিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্তচিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গীর নিখোঁজের ঘটনায় জনমনে আতঙ্ক বেড়েছে। তারাও গুমের শিকার হলেন কি না, সে প্রশ্নের সৃষ্টি হয়েছে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবন যাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নেই। সবকিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।’

ঢাকা/সাওন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়