ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সারাদেশে নিমগাছ লাগাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১৭ জুন ২০২১  
সারাদেশে নিমগাছ লাগাবে বিএনপি

সারাদেশে নিমগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে বিএনপি। দেশের প্রতিটি জেলায় কমপক্ষে ৫ হাজার করে নিমগাছ লাগানো হবে। সবমিলিয়ে দেশব‌্যাপী কমপক্ষে ৫ লাখ নিমগাছ রোপণের পরিকল্পনা আছে দলটির।

বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকার বেরাইদে নিমগাছের চারা রোপণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশকে সুন্দর রাখতে হবে। বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বৃক্ষরোপণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। এরপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে সর্বত্র সামাজিক বনায়ন শুরু হয়েছিল। সেজন্য আমরা আবারও নতুন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে সারা দেশে বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছি। এটাকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।’

পরিবেশ ও জলাবায়ু ঝুঁকি মোকাবিলায় বাজেটে বরাদ্দ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যারা একটু খবরের কাগজ বা বইপত্রের দিকে খেয়াল রাখেন, পরিবেশ উন্নয়নে এই সরকার কত পারসেন্ট বরাদ্দ রেখেছে, সেটা কি আপনারা বলতে পারবেন? খুব সামান্য। অথচ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবেশ উন্নয়নের অনেক বেশি বরাদ্দ করেছিলেন। উপকূলবর্তী এলাকায় গাছ লাগানোর জন্য লাখ লাখ টাকা বরাদ্দ করেছিলেন। সেখানে গাছ লাগানোর কাজ শুরু হয়েছিল। সব জায়গায় সামাজিক বনায়নের কাজ শুরু হয়েছিল।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আসুন, বৃক্ষরোপণের মাধ‌্যমে আমরা নতুন যুদ্ধ শুরু করি। এই যুদ্ধ প্রকৃতিকে বাঁচানোর জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য এবং আমাদের ভবিষ্যত বংশধরকে বাঁচানোর জন্য। আমার মনে হয় যে, আমরা সবাই যদি পাঁচটা করে গাছ লাগাই, তাহলে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারব।’

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়