ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এরশাদের ২য় মৃত্যুবার্ষিকীতে পৃথক কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১৩ জুলাই ২০২১  
এরশাদের ২য় মৃত্যুবার্ষিকীতে পৃথক কর্মসূচি

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৪ জুলাই (বুধবার)।

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে পৃথক কর্মসূচির আয়োজন করেছে জাতীয় পার্টি ও হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্ট।

জাতীয় পার্টির কর্মসূচির মধ্যে রয়েছে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অর্ধনমিত রাখা হবে দলীয় পতাকা। জাপার বনানী ও কাকরাইল কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হবে কোরআন খতম। 

সকালে পার্টির চেয়ারম‌্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রয়াত এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির শীর্ষ নেতারা।

বুধবার বেলা ১২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলের সামনে দলের কো-চেয়ারম‌্যান সৈয়দ আবু হোসেন বাবলার ব‌্যক্তিগত উদ্যোগে দিনব্যাপী ১০ সহস্রাধিক মানুষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন পার্টির চেয়ারম‌্যান জিএম কাদের। 

তারপর কাকরাইল কার্যালয়, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ডের ১৬টি স্পটে খাবার বিতরণ কর্মসূচি শুরু হবে।  কাকরাইল কার্যালয় থেকে জিএম কাদের এসব স্পটে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। তার সাথে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিকাল ৩টায় সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনী এলাকায় শ্যামপুর-কদমতলী এলাকায় দরিদ্র মানুযের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন জিএম কাদের। পরে শ্যামপুর বালুর মাঠে এক স্মরণসভায় অংশ নিবেন তিনি।

এদিকে, প্রয়াত এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির প্রেসিডিয়াম সদস‌্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব‌্যাপক কর্মসূচির আয়োজন করেছে। 

হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্ট এর কর্মসূচি
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাদা স্মরণ সভা, দোয়া মাহফিলের আয়োজন করেছে ট্রাস্ট। 

সকাল সাড়ে দশটায় বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কে  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে এসব কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে শেষ পর্যন্ত তিনি থাকছেন না। এরশাদের বড় ছেলে রাহগীর আল মাহে সাদ এরশাদ এমপি, ছোট ছেলে এরিক এরশাদ, এরিকের মাতা বিদিশা এরশাদ, দলের প্রবীণ নেতা প্রফেসর দেলোয়ার হোসেনসহ জাতীয় পার্টি ও ৫৮ দলীয় জোট নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

স্মরণসভা শেষে এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।  পরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।  এছাড়া বিভিন্ন এতিমখানায়ও খাবার বিতরণ করা হবে।

/নঈমুদ্দীন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়