ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘শেখ হাসিনাকে নয়, গোটা বাংলাদেশকেই আটক করা হয়েছিল’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১৬ জুলাই ২০২১  
‘শেখ হাসিনাকে নয়, গোটা বাংলাদেশকেই আটক করা হয়েছিল’

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আটকের দিনকে কলঙ্কজনক বলে অভিহিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেছেন, ‘সেদিন শেখ হাসিনাকে নয়, গোটা বাংলাদেশকেই আটক করা হয়েছিল।’

শুক্রবার (১৬ জুলাই) বাদ আসর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২০০৭ সালে তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার অগণতান্ত্রিকভাবে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল। সেদিন শেখ হাসিনাকে আটক করে ওরা গোটা বাংলাদেশকেই আটক করেছিল।’

তিনি বলেন, ‘আটক হওয়ার আগে প্রিয় নেত্রী চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি দেশে ফেরত আসতে চাইলে তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার ও এদের কুশীলবরা নানামুখী ষড়যন্ত্র শুরু করে। তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখানো হয়। কিন্তু শেখ হাসিনা ভয় পাওয়ার মানুষ নন। কোনো বাধাই তাকে আটকে রাখতে পারেনি। তিনি দেশের টানে, দেশের মানুষের টানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে সেদিন দেশের মাটিতে পা রেখেছিলেন।’

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-কৃষি ও সমবায় সম্পাদক মোল্লা রওশন জামির রানা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামানসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়