ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্নীতিতে চিকিৎসাব্যবস্থা ভেঙে চুরমার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৩ আগস্ট ২০২১  
দুর্নীতিতে চিকিৎসাব্যবস্থা ভেঙে চুরমার: ফখরুল

দুর্নীতির কারণে পুরো চিকিৎসাব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সবদিক দিয়ে। তারা না পেরেছে চিকিৎসা দিতে, না পেরেছে প্রিভেনটিভ ব্যবস্থা নিতে। না পেরেছে তারা মানুষের মধ্যে আস্থা তৈরি করতে যে, আমি এখানে চিকিৎসা পাবো। পুরো চিকিৎসাব্যবস্থা ভেঙে চুরমার হয়েছে শুধু দুর্নীতির কারণে।’

টিকা নিয়ে তেলেসমাতি কাণ্ড হচ্ছে, অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এত মিথ্যা কথা, এত অপপ্রচার ও ভুল তথ্য দিয়ে পুরো জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যে বয়সে মানুষের টিকা দেওয়া দরকার, আমি ধরে নিই সেটা ১৮ বছর বয়স পর্যন্ত, তাহলে মোটামুটিভাবে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া দরকার। তাহলে ২৬ কোটি ডোজ টিকা লাগবে। আনে ২ লাখ, ৩ লাখ, ১ লাখ। তাও আবার অনুদান হিসেবে আসে। তারা বলে যে, আমরা গণটিকা অভিযান করছি এবং ১ কোটি করে টিকা দেবো। অথচ টিকা নেই।’

বিএনপি পরিচালিত কোভিড-১৯ হেল্প সেন্টারের জন্য ওষুধ সামগ্রী হস্তান্তর উপলক্ষে জিয়া পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক এমতাজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

ঢাকা/সাওন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়