ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ২ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৩০ আগস্ট ২০২১  
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ২ দিনের কর্মসূচি

আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সোমবার (৩০ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কেন্দ্রীয় কর্মসূচি: আগামী ১ সেপ্টেম্বর বুধবার সকাল ৬টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের মাজারে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ডক্টরস অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সহযোগিতায় হেলথ ক্যাম্প এবং করোনা রোগীদের জন্য ওষুধ ও করোনা সামগ্রী বিতরণ করা হবে। 

আগামী ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সারাদেশের কর্মসূচি: ১ সেপ্টেম্বর সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসহ বিভিন্ন ইউনিটে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

ঢাকা/সাওন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়