ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল পুনরায় পাকিস্তান প্রতিষ্ঠার নীলনকশা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৩০ আগস্ট ২০২১  
‘১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল পুনরায় পাকিস্তান প্রতিষ্ঠার নীলনকশা’

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এটি ছিল পুনরায় পাকিস্তান প্রতিষ্ঠার নীলনকশা। ১৫ আগস্ট ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, বাঙালির স্বাধিকারকে অস্বীকার করার প্রয়াস। ১৫ আগস্ট হত‌্যাকাণ্ড ছিল আমাদের আত্মপরিচয়ের ওপর আঘাত।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোমবার (৩০ আগস্ট) সাভার সরকারি কলেজ মাঠে ঢাকা জেলা যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে এসব কথা বলেন তিনি।

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকেই নয়, সেই সঙ্গে সেদিন একটি আদর্শ ও মূল্যবোধের সমাধি হতে দেখেছি। কবর দেওয়া হয়েছে দেশপ্রেম ও মেধাভিত্তিক রাজনীতির। এসব কারণে এই আগস্ট মাসটা আমাদের কাছে অত্যন্ত বেদনার মাস।’

তিনি বলেন, ’১৯৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণ করেছিল, ঠিক সেভাবে ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতার নির্দোষ, নিরীহ, নিরস্ত্র পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়েছিল ঘাতকচক্র। বাঙালির মুক্তির মহানায়ক যখন ক্ষত-বিক্ষত দেশটাকে পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন, ঠিক তখনই ঘটানো হয়েছিল ইতিহাসের জঘন‌্যতম এ হত্যাকাণ্ড।’

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘জামায়াত-বিএনপি বার বার বেছে নিয়েছে এ আগস্ট মাসকেই। তারা ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। আমাদের রাজনৈতিক সৌন্দর্য ধ্বংস করার জন্য জামাত-বিএনপি দায়ী।’

১৫ আগস্টে মা-বাবাকে হারানোর কথা স্মরণ করে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের ভোরে আমি আমার স্বজনদের হারিয়েছি। মাত্র ৫ বছর বয়সে বাবা-মায়ের রক্তাক্ত দেহ অতিক্রম করে এক কাপড়ে বাসা থেকে বের হতে বাধ্য হয়েছিলাম।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদকন বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস‌্য আবু আহমেদ নাসিম পাভেল, মো. মোয়াজ্জেম হোসেন, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনআই আহমেদ সৈকত প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি মো. সালাহ্ উদ্দিন দরনী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়