ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রকৃত ইতিহাসকে জানতে হবে: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ৭ সেপ্টেম্বর ২০২১  
প্রকৃত ইতিহাসকে জানতে হবে: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রকৃত ইতিহাসকে জানতে হবে আমাদের।  কিভাবে এগুলো অস্বীকার করবেন। জিয়াউর রহমানকে নিয়ে এ পর্যন্ত যত কুরুচিপূর্ণ মিথ্যা কথা বলা হয়েছে, এ ধরনের বক্তব্য কেউ  রাখতে পারেন না।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ইতিহাস বিকৃতি, ঘৃণার চাষ ও গণমাধ্যমের ভূমিকা’  শীর্ষক এ আলোচনার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

খোন্দকার মোশাররফ বলেন, রাজনীতিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য জিয়াকে নিয়ে নানা বক্তব্য দেওয়া হচ্ছে।  জাতিকে  বিভ্রান্ত করতে পারে কেউ। এটা ঠিক নয়, জাতি এই বিষয়গুলো জানে। 

আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ওবায়দুল ইসলাম, সংবাদিক নেতা শওকত মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, বিএফইউজে সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।

/সাওন/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়