ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আগামী নির্বাচনের প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:১১, ৯ সেপ্টেম্বর ২০২১
আগামী নির্বাচনের প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রণয়নসহ সাংগঠনিক কাজ গুছিয়ে নিতে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকাল সাড়ে ১০টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত ওই বৈঠকে দলের সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া এবং আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো প্রাধান‌্য পেয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।   

তিনি বলেন, ‘বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ‌্যে মূল ফোকাস ছিল সাংগঠনিক বিষয় এবং পরবর্তী নির্বাচনের প্রস্তুতির বিষয়।

পরবর্তী নির্বাচনের প্রস্তুতির লক্ষ‌্যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং ইশতেহারে কী বিষয়গুলো প্রধান‌্য পাবে এবং যুক্ত হবে, সেগুলো সেমিনার করে ঠিক করতে বলেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সে অনুযায়ী উপ-কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।’

দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতির রিপোর্ট দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা দিয়েছেন, জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নেত্রী প্রধানত যেটা শুনেছেন—আট বিভাগের সাংগঠনিক সম্পাদকদের কথা। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক বাদে, কারণ তিনি দেশে নেই। সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বক্তব‌্য রেখেছেন।’

‘উপস্থিত সাংগঠনিক সম্পাদকরা লিখিত রিপোর্ট করেছেন। তাদের এলাকার ইউনিয়ন-ওয়ার্ড পর্যন্ত বিস্তারিত রিপোর্ট নেত্রীর সামনে উপস্থাপন করেছেন এবং জানিয়েছেন প্রকৃত অবস্থা। যেখানে যেখানে দ্রুত সমস‌্যা সমাধান করার দরকার, তিনি নির্দেশ দিয়েছেন। কিছু কিছু ছোটখাটো কলহ-বিবাদ আছে, সেগুলো মীমাংসা করার ব‌্যাপারেও নির্দেশনা দিয়েছেন’, বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দলীয় পছন্দের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করলে তাকে কোনো ছাড় না দিয়ে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব‌্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, ‘পাবনায় পৌরসভা নির্বাচন উপলক্ষে অনেকে বিদ্রোহ করেছিল। তারা ২০ জনের মতো। তারা ক্ষমা চেয়ে একটা চিঠি দিয়েছিল নেত্রী বরাবর। তাদের ক্ষমা করে দিয়েছেন নেত্রী।’

তিনি বলেন, ‘অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে সরকারের বিরুদ্ধে। যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই অপ্রচারের মাত্রা বাড়ছে। এসব অপ্রচারের জবাব দিতে হবে। চক্রান্তমূলক তৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক‌্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।’

করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবিক কাজ করায় দলের সভাপতি শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান ওবায়দুল কাদের। 

নোয়াখালী আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘নোয়াখালীরর ব‌্যাপারে কোনো কথা হয়নি। স্বপন (আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক) সবার সাথে আলাপ-আলোচনা করে একটি কাঠামো দাড় করিয়েছে সমাধানের জন‌্য। সে দেশের বাইরে আছে, ফিরে এলে…। আর এটা নেত্রীও অবহিত আছেন। পরে প্রকাশ করা হবে।’

পারভেজ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়