ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘আ`লীগকে গণ-অভ্যুত্থানের মাধ্যমে মোকাবিলা করতে হবে’

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৭ সেপ্টেম্বর ২০২১  
‘আ`লীগকে গণ-অভ্যুত্থানের মাধ্যমে মোকাবিলা করতে হবে’

গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেছেন, ‘সরকার আইনশৃঙ্খলাবাহিনীকে অন্যায় কাজে ব্যবহার করছে। বিরোধী দলকে হয়রানি, নির্যাতন, নীপিড়নসহ পদে-পদে বিরম্বনায় ফেলছে। সহযোগিতা করছে কালোবাজারীদের। এতে তাদের মধ্যেও অনেক অংশ তৈরি হয়েছে। আগামীতে আওয়ামী লীগ যদি রাজনৈতিক সমঝোতায় না আসে তাহলে তাদের গণ-অভ্যুত্থানের মাধ্যমে মোকাবিলা করতে হবে।’

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুর নগরীর স্থানীয় একটি হোটেলে গণসংহতি-এর রংপুর জেলা শাখার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, ‘আওয়ামী লীগ আবারো ২০২৩ সালে ২০১৮ সালের মতো ভোট করার জন্য তৎপর হয়ে উঠেছে। তারা কৌশল আটছে কিভাবে জনগণকে ধোকা দিয়ে প্রতারণা করে ক্ষমতা কুক্ষিগত করতে দূরভিসন্ধি করছে। কিন্তু এবার দেশের জনগণ ভোট দখলের চেষ্টা সফল হতে দেবেনা। এটা করলে দেশে বড় ধরনের গন-অভুত্থান মোকাবেলা করতে হবে যা ঠেকানোর ক্ষমতা সরকারের নেই। ’

গণসংহতি আন্দোলনের রংপুর জেলা সমন্ময়কারী তৌহিদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সদস্য দীপক রায়, প্রত্যয় মিজানসহ রংপুর জেলার নেতারা।

আমিরুল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়