Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১ ১৪২৮ ||  ০৯ রবিউল আউয়াল ১৪৪৩

দেশের মানুষ পরিবর্তন চায়: ফয়সল চিশতী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২১  
দেশের মানুষ পরিবর্তন চায়: ফয়সল চিশতী

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী বলেছেন,  ‘আওয়ামী লীগ ও বিএনপিকে জনগণ প্রত্যাখান করেছে। এরা মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের মানুষ পরিবর্তন চায়। আর এ পরিবর্তন শুধু জাতীয় পার্টিই এনে দিতে পারে।’ 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের টাউনহলে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড ও থানা সমুহ গঠনের লক্ষ্যে গঠিত আঞ্চলিক সাংগঠনিক কমিটির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিশতি বলেন,  ‘আওয়ামী লীগ নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত। আর বিএনপি নিজেদের ঘর টিকিয়ে রাখতে ব্যস্ত। নেতৃত্বশূণ্য বিএনপি। জাতীয় পার্টির তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তবেই আমরা রাজনীতিতে যে শূণ্যতা বিরাজ করছে তা পূরণ করতে পারবো এবং জনগণকে অর্থনৈতিক মুক্তি দিতে পারবো।’

সভায় আরো বক্তব্য রাখেন দলটির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু।

সেন্টু বলেন, ‘কেউ কাউকে এমনিতেই কিছু দেয় না। অধিকার আদায় করে নিতে হয়। এজন্য আমাদের সংগঠিত হতে হবে। ইউনিট, ওয়ার্ড ও থানাগুলোতে শক্তিশালী কমিটি করতে হবে। শেয়ালে বাঘে লড়াই হয়না। বাঁচতে হলে, লড়াই করতে হলে বাঘের মত লড়াই করতে হবে।’

সভায় জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরে থানা সম্মেলন করার করার জন্য চারটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। 

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাপা নেতা আমানত হোসেন আমানত, মোস্তাফিজুর রহমান নাঈম, হাজী নাসির, মাহবুবর রহমান লিপটন, জাহাঙ্গীর আলম পাঠান, শামসুল হক, হাজী সিরাজ, আব্দুস সাত্তারসহ প্রমুখ। 

নঈমুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়