Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ৩০ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৬ ১৪২৮ ||  ২৩ রবিউস সানি ১৪৪৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৪ অক্টোবর ২০২১  
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া কর্মসূচি

খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার (১৫ অক্টোবর) বাদ জুমা দেশব্যাপী দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে দোয়া ও মোনাজাতে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ১০ এপ্রিল করোনা আক্রান্ত হলে সিটি স্ক্যানের জন্য ১৫ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। পরে ১৯ জুন ব্যক্তিগত মেডিক্যাল টিমের পরামর্শে তাকে বাসায় নেয়া হয়। এর আগে ৯ মে তার করোনা নেগেটিভ আসার খবর জানায় বিএনপি।

সাওন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়