ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘটনার জন্ম দিচ্ছে কারা, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২৫ অক্টোবর ২০২১  
ঘটনার জন্ম দিচ্ছে কারা, প্রশ্ন রিজভীর

দেশে বিভিন্ন সময়ে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। আর এসব ঘটনার জন্ম দিচ্ছে কারা এমন প্রশ্ন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ‌্যাডভোকেট রুহুল কবির রিজভীর।

সোমবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এমন প্রশ্ন করেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী পায়রা ব্রিজ উদ্বোধন করতে গিয়ে বিএনপিকে ইঙ্গিত করে বললেন ‘আমি এত কিছু করলাম অন্যরা চোখে দেখে না। তারা নানা ঘটনার জন্ম দিচ্ছে’। ঘটনার জন্ম দিচ্ছে কারা? কুমিল্লা-রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে তার সাথে ছাত্রলীগ জড়িত মিডিয়াতে তা প্রকাশ পাচ্ছে। 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কৃষক দল আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দলটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

মানববন্ধনে বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিনামূল্যে সার দেওয়ার কথা শুনেছি। ১০ টাকা কেজি চাল দেওয়ার কথা শুনেছি। আমরা কী শুনিনি! আমরা শুনিনি এত ভাত খান কেন? এটাও কৃষিমন্ত্রী বলে দিয়েছেন, এত ভাত খাওয়া চলবে না। ভাত কম করে খান।

সাওন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়