ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের ৭টি ইউনিট কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৫ অক্টোবর ২০২১  
কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের ৭টি ইউনিট কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম ও কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় কিশোরগঞ্জ জেলার ৭টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত হয়। কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাহার মিয়া এবং সাধারণ সম্পাদক আবু নাসের সুমন কিশোরগঞ্জ জেলার ৭টি ইউনিট কমিটি অনুমোদন করেন।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান এ তথ্য জানান।

কিশোরগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি হলো-

ভৈরব উপজেলা 

আহ্বায়ক আলহাজ নিয়াজ মোর্শেদ আংঙ্গুর, সদস্য সচিব মো. আরিফুল হক সুজন। যুগ্ম আহ্বায়ক: ১. মো. আরমান হোসেন চঞ্চল ২. মো. জাকির হোসেন ৩. মিজানুর রহমান ৪. এহসানুল হক পিন্টু ৫. আলি হাবিব সুজন ৬. সোহাগ খান ৭. মো. মোবারক হোসেন সবুজ ৮. মো. কাউছার আহম্মদ ৯. ফারুক মিয়াসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ভৈরব পৌর 

আহ্বায়ক হাজী সাজ্জাদ হোসেন মামুন, সদস্য সচিব মীর রাজন আহম্মেদ। যুগ্ম আহ্বায়ক ১. কাউছার আহম্মেদ ২. গোলাম কিবরিয়া রসি ৩. খায়রুল ইসলাম পাভেল ৪. ইমতিয়াজ আহমেদ কাকন ৫. শাহ আলম  ৬. মো. গোলাপ ৭. ফরহাদ মিয়াসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

কুলিয়ারচর উপজেলা 

আহ্বায়ক এম এ সালাম সুমন। সদস্য সচিব মো. শামীম রেজা। যুগ্ম আহ্বায়ক ১. মো. নাইম আহমেদ নিরব ২. মো. মাইনুদ্দিন ৩. উবাইদুর রহমান স্বপন ৪. মোস্তাফিজুর রহমান মামুন ৫. আলী হায়দার ৬. তরীকুল ইসলাম রুবেল ৭. নুরুল মনসুর ৮. আলী আকবর বেলায়েতী ৯. মো. আশিকসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

কুলিয়ারচর পৌর  

আহ্বায়ক মো. হারুন আল রশিদ। সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ। যুগ্ম আহ্বায়ক ১. মো. মিলন ভূঁইয়া ২. মো. সুমন মিয়া ৩. মো. রিপন মিয়া ৪. মো. জাহাঙ্গীর আলম ৫. মো. মনু মিয়া ৬. মো. বায়েজীদ আহাম্মেদ ৭. মো. রিপন মিয়াসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

মিঠামইন উপজেলা  

আহ্বায়ক মো. কামাল পাশা। সদস্য সচিব এমদাদুল হক ভূঁইয়্যা পাশা। যুগ্ম আহ্বায়ক মো. খালেদ মাহমুদ (বিলাশ শিকদার) ২. শাহদাত হোসেন মৃধা ৩. মো. খাইরুল ইসলাম ৪. শিকুল মিয়া ৫. সুমন শিকদার ৬. তানভির আহম্মেদ (তুহিন) ৭. নজির ইসলাম ৮. মো. আবুল হাসেম ৯. ইকবাল আহম্মেদসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

অষ্টগ্রাম উপজেলা  

আহ্বায়ক মো. জুয়েল মিয়া। সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন। যুগ্ম আহ্বায়ক ১. মো. আফজাল হোসেন ২. সুমন মাহমুদ ৩. মহিউদ্দিন আহমেদ শের আলী ৪. মো. এজেন মিয়া ৫. মো. শাহীন ঠাকুর ৬. মো. আয়াত উল্লাহ ৭. কুদরত আলী ৮. মো. ইকবাল হোসেন ৯. ফেরদৌস মিয়াসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ইটনা উপজেলা  

আহ্বায়ক মো. মনসুরুল আলম। সদস্য সচিব মো. লিয়াকত মিয়া। যুগ্ম আহ্বায়ক ১. মোখলেছ উদ্দিন নয়ন ২. রাজন তালুকদার ৩. এমদাদ তালুকদার ৪. ইফতেখারুল ইসলাম সুমন ৫. মো. হাবীনুর ৬. মো. কাইয়ুম মিয়া ৭. মো. সোহাগ মিয়া ৮. মো. নাজমুল হাসান ৯. হাশেম রেজাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটিগুলোকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সাওন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়