Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৫ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২১ ১৪২৮ ||  ২৭ রবিউস সানি ১৪৪৩

`সরকার নাটক মঞ্চস্থ করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে`

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৬ অক্টোবর ২০২১  
`সরকার নাটক মঞ্চস্থ করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে`

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বলেছেন, ‘সরকার নাটক মঞ্চস্থ করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অসহনীয় মূল্যবৃদ্ধিতে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টায় এই পরিকল্পিত ঘটনার অবতারণা করেছে সরকার।’

মঙ্গলবার (২৬ অক্টোবর)  দুপুরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বাসভবনের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলে।

গোলাম হায়দার আরও বলেন, ‘ধর্মীয় সহিংসতা নিয়ে নোয়াখালীতে অনেকগুলো মামলা হয়েছে। প্রত্যেকটি মামলায় বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ঘটনার সময় অনেকে এলাকায় ছিলেন না। বেগমগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলুকে হুকুমের আসামি করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। আমরা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, ‘সাম্প্রদায়িক হামলায় নোয়াখালীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার, হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শিল্পপতি মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা হুমায়ুন কবির, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব মহিউদ্দিন রাজুসহ অনেককেই আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাসের, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টপিসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়