ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সরকার খালেদা জিয়াকে গলা টিপে মারছে না: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৫ নভেম্বর ২০২১  
সরকার খালেদা জিয়াকে গলা টিপে মারছে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সরকার গলা টিপে মারছে না, জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বয়সের কারণে, অসুস্থতার কারণে মারা গেলে সরকারের ওপর দোষ চাপাতে পারবেন না।’

বৃহস্পতিবার (২৫) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদ জিয়ার যে ইস্যুটা, আইনের বাইরেরও এক্সিকিউটিভ অথরিটিতে প্রধানমন্ত্রী যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, এর কোনো তুলনা হয় না। এখন তিনি বাসায় আছেন, এটা বিএনপির আন্দোলনের ফসল নয়। বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য- শরীর নিয়ে, তার চিকিৎসা নিয়ে যতটা কথা বলছে, তার চেয়ে বেশি বিষয়টি নিয়ে রাজনীতি করছে। এটাকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে কথা বলা যাদের দায়িত্ব, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। সরকারে যারা দায়িত্বে আছেন, একেকজন একেক রকম বক্তব্য দেবো না। সরকারের নিয়ম অনুযায়ী যাদের যে বিষয়ে কথা বলা দরকার, তারা সে বিষয়ে কথা বলবেন। যেমন: বাসভাড়া আমার বিষয়, এটা নিয়ে আমাকে বলতে হবে।’

‘বিএনপি বলছে, খালেদা জিয়ার কিছু হলেই সরকারকে দায় নিতে হবে। আমি নিজেও মৃত্যুর কাছাকাছি ছিলাম, একদম মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। একজন মানুষের মৃত্যু হবে, আমরা বিশ্বাস করি—আমাদের যাদের ধর্মবিশ্বাস আছে, মানুষের হায়াত-মউত আল্লার হতে। চিকিৎসা চলছে। আইনমন্ত্রী বলেছেন, বিদেশ থেকে ভালো চিকিৎসক এনে চিকিৎসা করা যাবে। সরকার তো তাকে গলা টিপে মারছে না, তার মৃত্যুর দায় সরকারের ওপর দেবেন, এটা তো ঠিক না। আমাদের বয়স হয়েছে, বেঁচে থাকার তো একটা সময়সীমা আছে, জন্মের সঙ্গে মৃত্যু জড়িত। অসুস্থ হয়ে মারা গেলে সরকারের ওপর আপনি কথায় কথায় দোষ চাপাতে পারবেন না।’ 

শিক্ষার্থীদের জন্য হাফ বাসভাড়া নিয়ে বৈঠকে বিআরটিসি ও বিআরটিএ

শিক্ষার্থীদের জন্য হাফ বাসভাড়া বিষয়ে যৌক্তিক সমাধানে আসতে বিআরটিএ কার্যালয়ে স্বরাষ্ট্র ও শিক্ষা সচিবের সঙ্গে বিআরটিএ’র কর্মকর্তারা বৈঠক করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, এর পর সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে শনিবার আবারও বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা সিটিতে বাসভাড়া বেশি নেওয়া হচ্ছে, দাবি করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটিতে অধিকাংশই সরকার নির্ধারিত ভাড়া উপেক্ষা করেছে আর গালিগালাজটা আমাদের শুনতে হয়। খুব অপমানজনক সমালোচনার তীর আমাদের দিকে আসে। মন্ত্রী হিসেবে খুব কষ্ট হয়।’

তিনি বলেন, ‘মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আঁতাত করে আমরা ভাড়া নির্ধারণ করছি, এমন কথাও আমাদের শুনতে হচ্ছে। এখানে আমাদের ছোট করবেন না, আপনারাও জনগণের কাছে ছোট হবেন না। যে কথা দিয়েছেন, আমি আবারও বলব, সিটি সার্ভিসগুলোতে আপনারা যারা মানছেন না, তাদের মানতে হবে। অন্যথায়, আমাদের কঠোর হতেই হবে।’

শিক্ষার্থীদের জন্য বাসভাড়া কমানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা পাকিস্তান আমলে ছাত্র ছিলাম, এই ছাড় কিন্তু আমরাও পেয়েছি। মন্ত্রণালয়ে আলাপ করেছি। শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিবসহ বিআরটিএর কর্মকর্তারা আজকে একটা যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বসছেন। এর পর শনিবারে মালিক-শ্রমিকদের নেতাদের সঙ্গে বসবেন।’

‘আমি মন্ত্রী হিসেবে বলব, বিআরটিসিতে আমরা এ ব্যাপারে একটা যৌক্তিক ছাড় দেওয়ার জন্য বলেছি। বিআরটিসি একা করলে হবে না। আমাদের মালিক- শ্রমিকরা বসবেন। এ সমস্যাটির যৌক্তিক সমাধান করার জন্য আপনাদের বলছি,’ বলেন ওবায়দুল কাদের।

পারভেজ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়