ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নৌকা প্রতীক পেলেন সরকারি বরাদ্দ আত্মসাৎ মামলার আসামি!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৬, ৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ০১:৫৫, ৪ ডিসেম্বর ২০২১
নৌকা প্রতীক পেলেন সরকারি বরাদ্দ আত্মসাৎ মামলার আসামি!

মো. শহিদুল হক। ফাইল ফটো

সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান থাকলেও পাবনার বেড়া উপজেলার মাশুমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল হক পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন।

এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর ‘দুর্নীতিবাজ’ একজন নৌকা প্রতীক পাওয়ায় চরম সমালোচনা হচ্ছে।

সূত্র জানায়, সাবেক এই চেয়ারম্যানের সম‌য়ে বরাদ্দকৃত ২৩ লাখ টাকার হদিস না মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তে অর্থ আত্মসাৎ ঘটনার সত্যতা পাওয়ায় পাবনা জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠায়।

সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা জানান, অর্থ আত্মসাতের মামলার আসামি শহিদুল হক দলীয় মনোনয়ন পাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বুঝতে পারছেন না কিভাবে শহীদুল হকের মতো একজন দুর্নীতিবাজ মনোনয়ন পেলেন। তারা মনোনয়ন পরিবর্তন করে একজন যোগ্য ও সৎ ব্যক্তি মনোনয়ন দেয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন, এসব তথ্য মিথ্যা। আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চলছে।

পার‌ভেজ/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়