ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তৃণমূলের পক্ষপাতিত্বে অনেক ক্ষেত্রে মনোনয়নে ভুল হচ্ছে: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৫ ডিসেম্বর ২০২১  
তৃণমূলের পক্ষপাতিত্বে অনেক ক্ষেত্রে মনোনয়নে ভুল হচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো)

পক্ষপাতিত্বের কারণে তৃণমূল থেকে ‘খারাপ লোকের’ নাম প্রস্তাব করায় অনেক ক্ষেত্রে ‘ভুল ব‌্যক্তি’ মনোনয়ন পাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ড ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে অনেকে দলের সঙ্গে শত্রুতা করছে। খারাপ লোকদের নাম পাঠাচ্ছে। মনোনয়নে ভুল হয় কেন? কারণ, হয় জনপ্রতিনিধি না হয় নেতারা খারাপ লোকদের নাম পাঠাচ্ছেন। তাই, অনেক সময় ভুল মনোনয়ন হচ্ছে।’

‘আমরা পরে সংশোধন করছি। বিতর্কিত লোকদের নাম পাঠাচ্ছে। অনেক জায়গায় অনেকে টাকা-পয়সা খেয়েও এই সব নাম পাঠাচ্ছে। এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগের শত্রু যদি আওয়ামী লীগ হয়, তাহলে দলের ক্ষতি করার জন্য আর বাইরের শত্রুর দরকার নেই বলেও মন্তব‌্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চোরাস্রোতে মাটি ক্ষয়ে ক্ষয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এক দিনে এত বড় ধ্বস নামেনি।’

‘আমি বলতে চাই, ওপরে ওপরে এত সুন্দর সুন্দর ছবি, এত পোস্টার, মিছিল, স্লোগান, বিশেষণ; ভেতরে ভেতরে চোরাস্রোত আমাদেরকে কেটে দিচ্ছে কি না, সেটা আমাদের আবার চিন্তা করতে হবে। মনে রাখতে হবে, তলে তলে ঘুণপোকা এগুলোকে খেয়ে ফেলছে কি না।’  

তিনি বলেন, ‘সম্মেলন করছেন। অনেক বক্তৃতার পর পকেট থেকে বের করে কমিটি দিলেন। এটা কি আওয়ামী লীগের কোনো কাজে আসবে? এ কি আওয়ামী লীগের স্বার্থের রাজনীতি? এ ধরনের কাজ যারা করবে, তারা আওয়ামী লীগের শত্রু। দলের ভেতরে থেকে তারা আওয়ামী লীগের ক্ষতি করছে।’

পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়